বাকেরগঞ্জের ইতিহাস

  -আলমগীর হোসেন আবীর

আমাদের প্রাণের ভূমি বাকেরগঞ্জের রয়েছে সুদীর্ঘ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। আজকের তরুন প্রজন্মের অনেকেই তা জানে না। আজকে আমরা বাকেরগঞ্জকে চিনি শুধু একটি উপজেলা হিসেবে। ১৯৯২ সাল পর্যন্ত বরিশার জেলার নাম ছিল বাকেরগঞ্জ।

প্রাচীন বাকলা ও চন্দ্রদ্বীপের বর্তমান নাম বাকেরগঞ্জ। চতুর্দশ শতকে চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর রাজধানী ছিল বাকলা। ১৭১৯৭ সালে বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে ঢাকা বিভাগের অধীনে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়।
বাকলা চন্দ্রদ্বীপের প্রতাপশালী জমিদার আগাবাকের খানের নাম অনুসারে জেলার নামকরন করা হয় বাখরগঞ্জ। পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে বাকেরগঞ্জ নাম ধারণ করে। তখন এর সদর দপ্তর স্থাপন করা হয় খয়রাবাদ নদীতে প্রবাহিত শ্রীমন্তপর খালের তীরে। তৎকালীন বাকেরগঞ্জ জেলার অধীভুক্ত থানাসমূহ নিম্মে উল্লেখ করা হল।

১।বরিশাল
২।গৌরনদী
৩। মেহেন্দীগঞ্জ।
৪। ঝালকাঠি
৫। নলছিটি
৬। বাকেরগঞ্জ(বরিশার সদর)
৭। পিরোজপুর
৮। স্বরূপকাঠি
৯। মঠবাড়ীয়া
১০। ভান্ডারিয়া
১১। পটুয়াখালী
১২। বাউফল
১৩।গুলিসাখালী
১৪। গলাচিপা
১৫। ভোলা
১৬। বোরহানউদ্দিন/ দক্ষিণ শাহবাজপুর

                (চলবে)