বাঙালী জাতির প্রধান আদি বাসস্থান বাকেরগঞ্জ

    -আলমগীর হোসেন আবীর

     স্যার সিরাজ উদ‌দীন আহ‌‍‌মেদ তার বরিশাল বিভাগের ইতিহাস গ্রন্থে লিখেছেন , 'বাকলা-চন্দ্রদ্বীপ বাঙালী জাতির প্রধান আদি বাসস্থান'। প্রাচীন বাজেরগঞ্জ ই বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। তাই বাঙালী জাতির প্রধান আদি বাসস্থান বাকেরগ্ঞ্জ বললে ভুল হবে না।
অনেক  ঐতিহাসিকের মতে বাঙ জতি বাকলা-চন্দ্রদ্বীপে বসবাস করত। আর বাঙ জাতি থেকেই বাঙালী জাতির উৎপত্তি। বাঙ জাতি থেকে সৃষ্ট চন্দ্রভন্ড্র গোত্রের নামানুসারে এ জনপদের নাম হয় চন্দ্রদ্বীপ। তার পরেও বাঙালা নামটি শতবছর ধরে চলতে থাকে।
     বরিশালের জনগনকে আজও অন্যান্য অঞ্চলে বাঙাল বলে ডাকে। বরিশাল অঞ্চলের চৌচালা ঘর বাংলা ঘর হিসেবে পরিচিত। বাঙালা শাব্দ থেকেই বাঙালী জাতির উৎপত্তি। এজন্য বলা যায় বাকলা-চন্দ্রদ্বীপের বর্তমান নাম কাকেরগঞ্জ ই ছিল বাঙালী জাতির আদিভূমি।

(চলবে)

সূত্র: বরিশাল বিভাগের ইতিহাস-সিরাদ উদদীন আহমে