কাঁদো বরিশাল
কাদোঁ বরিশাল, কাদোঁ।
তোমার সেই সন্তানের জন্য কাদোঁ,
যে আপন হাতে তোমায় সাজিয়েছে ,
মুখে হাসি ফুটিয়েছে ,
চোখের অশ্রু মুছে দিয়েছে বার বার।
কাদোঁ বরিশাল, কাদোঁ।
হিরনের হাতের ছাপ বরিশালের সমস্ত শরীরে।
পায়ের ছাপ সব গুলো অলিতে গলিতে।
যার ঘাম মিশে আছে রাজপথে,
ধুলিকনায়, সবুজ গালিচায়।
কাদোঁ বরিশাল মন ভরে কাদোঁ।
কাদোঁ বরিশাল, কাদোঁ।
তোমার সেই সন্তানের জন্য কাদোঁ,
যে আপন হাতে তোমায় সাজিয়েছে ,
মুখে হাসি ফুটিয়েছে ,
চোখের অশ্রু মুছে দিয়েছে বার বার।
কাদোঁ বরিশাল, কাদোঁ।
হিরনের হাতের ছাপ বরিশালের সমস্ত শরীরে।
পায়ের ছাপ সব গুলো অলিতে গলিতে।
যার ঘাম মিশে আছে রাজপথে,
ধুলিকনায়, সবুজ গালিচায়।
কাদোঁ বরিশাল মন ভরে কাদোঁ।