এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাস করে পরিবারের বোঝা হয়ে ঘরে বসে আছেন। পাঁচ
-ছয় হাজার টাকা বেতনের একটা ছোট্ট চাকরির জন্য এর ওর কাছে হাত পেতেও কোন
লাভ হচ্ছে না। অথবা আপনি এবটু ভবঘুরে টাইপের , কৈশোর কেটেছে ফুটবল আর
ক্রিকেটের মাঠে। চাকরিটা আপনার কাছে দাসত্ব ছাড়া কিছুই মনে হয় না। আপনি মনে
মনে অল্প সময় ব্যয় করে স্বাধীন ভাবে আয় করার একটা সহজ পথ খুঁজছেন। অনেকের
মুখে হয়ত শুনেছেন ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছে অনেকেই। বিশ্বাস হচ্ছে না
আপনা। হয়ত কিছুটা বিশ্বাস হচ্ছে কিন্তু উপায়টা স্পষ্ট করে কারো কাছ থেকে
জানতে পারছেন না। আমরা খুব সহজ করে এখানে ঘরে বসে আয় করার উপায়গুলো সহজভাবে
তুলে ধরছি।
অায়ের ধরনসমূহ:
১) পিইড টু ক্লিক/পিটিসি
২) ওয়েব সাইট তৈরী ও তাতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে
অায়ের ধরনসমূহ:
১) পিইড টু ক্লিক/পিটিসি
কোন যোগ্যতা ছাড়াই আপনি অনলাইনে আয় করতে পারেন। এর অন্যতম একটি ভাল
মাধ্যম হল পিটিসি। আপনি বিজ্ঞাপনদাতার ওয়েব সাইটে ক্লিক করলেই আপনার
এ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। আপনি যত ক্লিক করবেন তত বেশি অর্জন করতে
পারবেন। এজন্য আপনি শুধু ইন্টারন্টে ইউজ করা জানলেই হবে। আর কোনা যোগ্যতা
অর্জন করার প্রয়োজন নেই। আপনার পিসি, ল্যাপটপ , ট্যাব অথবা ইন্টারনেট
সংযোগ আছে এমন মোবাইল থেকে এখনই শুরু করতে পারেন।
আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন! আপনার ক্লিকে কেন তারা টাকা/ডলার দেবে?
ব্যাপারটা সহজেই বুঝুন। পণ্য ও সেবাদানকারী পতিষ্ঠান তাদের পণ্য ও সেবা
প্রচার করার জন্য বিজ্ঞাপন দেয়। বর্তমানে ইউরোপ, আমেরিকাতে টিভি,
সংবাদপত্রের চেয়ে ইন্টারনেটেই বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সম্ভাব্য
ক্রেতারা যে তাদের বিজ্ঞাপন দেখেছে এর প্রমাণ কি? এজন্য আপনি যে ক্লিক করে
পেইজটা দেখেছেন এটাই প্রমাণ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনাকে যে মূল্য
পরিশোধ করবে তার থেকে বেশি ওই পণ্য ও সেবা প্রচারকারী প্রতিষ্ঠানের কাছ
থেকে নিবে।
তবে শুধু পিটিসির উপর নির্ভর করে বেশি অায় করা সম্ভব নয়। এবং অসংখ্য পিটিসি সাইটের মধ্যে থেকে অাসল পিটিসি সাইট খুঁজে বের করা কঠিন। বেশির ভাগ পিটিসি সাইট টাকা পরিশোধ করে না। সঠিক পিটিসি সাইটের লিস্ট কিছুদিন পরে এখানে দেয়া হবে।
তবে শুধু পিটিসির উপর নির্ভর করে বেশি অায় করা সম্ভব নয়। এবং অসংখ্য পিটিসি সাইটের মধ্যে থেকে অাসল পিটিসি সাইট খুঁজে বের করা কঠিন। বেশির ভাগ পিটিসি সাইট টাকা পরিশোধ করে না। সঠিক পিটিসি সাইটের লিস্ট কিছুদিন পরে এখানে দেয়া হবে।
২) ওয়েব সাইট তৈরী ও তাতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে