অায় করুন ঘরে বসেই

এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাস করে পরিবারের বোঝা হয়ে ঘরে বসে আছেন। পাঁচ -ছয় হাজার টাকা বেতনের একটা ছোট্ট চাকরির জন্য এর ওর কাছে হাত পেতেও কোন লাভ হচ্ছে না। অথবা আপনি এবটু ভবঘুরে টাইপের , কৈশোর কেটেছে ফুটবল আর ক্রিকেটের মাঠে। চাকরিটা আপনার কাছে দাসত্ব ছাড়া কিছুই মনে হয় না। আপনি মনে মনে অল্প সময় ব্যয় করে স্বাধীন ভাবে আয় করার একটা সহজ পথ খুঁজছেন। অনেকের মুখে হয়ত শুনেছেন ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছে অনেকেই। বিশ্বাস হচ্ছে না আপনা। হয়ত কিছুটা বিশ্বাস হচ্ছে কিন্তু উপায়টা স্পষ্ট করে কারো কাছ থেকে জানতে পারছেন না। আমরা খুব সহজ করে এখানে ঘরে বসে আয় করার উপায়গুলো সহজভাবে তুলে ধরছি।  
http://www.payoneer.com/payment-services/en/referafriend/?tellapal.id=e7d22db3-7467-45f2-8067-cc61e6a6e5ae&f=Alamgir%20Husain&refid=3986670&dist_src=link





অায়ের ধরনসমূহ:
১) পিইড টু ক্লিক/পিটিসি

কোন যোগ্যতা ছাড়াই আপনি অনলাইনে আয় করতে পারেন।  এর অন্যতম একটি ভাল মাধ্যম হল পিটিসি। আপনি বিজ্ঞাপনদাতার ওয়েব সাইটে ক্লিক করলেই আপনার এ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। আপনি যত ক্লিক করবেন তত বেশি অর্জন করতে পারবেন। এজন্য আপনি শুধু ইন্টারন্টে ইউজ করা জানলেই হবে। আর কোনা যোগ্যতা অর্জন করার প্রয়োজন নেই। আপনার পিসি, ল্যাপটপ , ট্যাব অথবা ইন্টারনেট সংযোগ আছে এমন মোবাইল থেকে এখনই শুরু করতে পারেন।
আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন! আপনার ক্লিকে কেন তারা টাকা/ডলার দেবে? ব্যাপারটা সহজেই বুঝুন। পণ্য ও সেবাদানকারী পতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রচার করার জন্য বিজ্ঞাপন দেয়। বর্তমানে ইউরোপ, আমেরিকাতে টিভি, সংবাদপত্রের চেয়ে ইন্টারনেটেই বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সম্ভাব্য ক্রেতারা যে তাদের বিজ্ঞাপন দেখেছে এর প্রমাণ কি? এজন্য আপনি যে ক্লিক করে পেইজটা দেখেছেন এটাই প্রমাণ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনাকে যে মূল্য পরিশোধ করবে তার থেকে বেশি ওই পণ্য ও সেবা প্রচারকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিবে।

তবে শুধু পিটিসির উপর নির্ভর করে বেশি অায় করা সম্ভব নয়। এবং অসংখ্য পিটিসি সাইটের মধ্যে থেকে অাসল পিটিসি সাইট খুঁজে বের করা কঠিন। বেশির ভাগ পিটিসি সাইট টাকা পরিশোধ করে না। সঠিক পিটিসি সাইটের লিস্ট কিছুদিন পরে এখানে দেয়া হবে।

২) ওয়েব সাইট তৈরী ও তাতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে

স্বল্প খরচে সবচেয়ে সহজ পদ্বতি হচেছ আপনি একটি অনলাইন সংবাদপত্র, ই-বুক অথবা ওয়েবসাইট তৈরি করবেন। তার পর আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে খুব সহজেই আলাদা পরিশ্রম ছাড়া আয় করতে পারেন।  খুব কম খরচেই আপনি তৈরী করতে পারেন একটি ওয়েবসাইট। ব্লগার ওয়ার্ডপ্রেসে আপনি বিনামূল্যে তৈরী করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী অথবা আমাদের বাকেরগঞ্জ ও এর মত ওয়েবসাইট। নিজে নিজে ওয়েবসাইট তৈরী করার মত পর্যাপ্ত সময় ও ইচ্ছা না থাকলে আপনি   পেশাদার ওয়েব ডেভলপারের কাছ থেকে স্বল্প খরচে তৈরি করতে পারেন ওয়েবসাইট অথবা একটি অনলাইন সংবাদপত্র।আর বিজ্ঞাপন কোথায পাবেন ভাবছোন? বিশ্বখ্যাত গুগল আপনাকে দিচ্ছে এই সুযোগ। আপনি খুব সহজেই আপনার ওয়েব সাইটে গুগল এ্যাড সেন্স প্রদর্শন করে আয় করতে পারেন বৈদেশিক মুদ্রা । এজন্য আপনার দরকার হবে আকর্ষনীয় বিষয়ের উপর সুন্দর ডিজানইন এর একটি ওয়েবসাইট যাতে আপনি আপনার সাইটে বেশি সংখ্যক ভিজিটর পান। আপনার সাইটে প্রদর্শিত গুগলের এ্যাড ভিজিটর যত ক্লিক করবে তত আপনি আয় করতে পারবেন। প্রতি ক্লিকের উপর নির্দিষ্ট হারে আপনার এ্যাকাউনন্ট জমা হবে। 

৩)

Affiliate Marketing/Refernal Income

দেশি বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা  ইমেইল, ফেসবুক, টুইটার অথবা আপনার ওয়েবসাইটে  প্রচার করে আপনি সহজেই আয় করতে পারেন। প্রথমে আপনি এধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইন আপ করে এক্যা্উন্ট খুলবেন। তারপর তারা আপনাকে একটি লিংক বা কোড দিবে। সেই লিংক ইমেইল বা ফেসবুক, টুইটারের মাধ্যামে প্রচার করবেন অথাবা আপনার ওয়েবসাইটে কোড বসিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে প্রচার করবেন। আপনার লিংক থেকে অটোমেটিক ভাবে কোন কাস্টমার যদি উক্ত প্রতিষ্ঠানের এ্যাকাউন্ট করেন বা কাস্টমার হন তাহলে অটোমেটিকভাবে আপনার এ্যাকাউন্টে কমিশন জমা হয়ে যাবে। উদাহরনস্বরূপ আপনি উপরের ব্যানার অথবা এই  Payonner লিংক    এর উপর ক্লিক করে এ্যাকাউন্ট সাইন আপ করেন , সাথে সাথে অামার Payonner  এ্যাকাউন্টে ২৫ ডলার জমা হবে এবং আপনিও পাবেন ২৫ ডলার ।

 

৪) ফ্রিল্যান্সিং এর মাধ্যমে

অনলাইনে সবচেয়ে ভাল ও সঠিক অায়ের পদ্ধতি হচ্ছে ফ্রিল্যান্সি । অাপনার যোগ্যতা অনুযায়ী অায় করতে পারবেন এর মাধ্যমে। আপনি ঘরে বসেই ইন্টারনেটে ওয়েব ডিজাইনার ও ডেভলাপার হিসেবে কাজ করতে পারেন। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন ও ডাটা এন্ট্রির কাজ করতে পারেন। এজন্য আপনাকে যেথেষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। আপনি ঘরে বসেই বিভিন্ন শিক্ষামূলক ওয়েব সাইটে ভিজিট করে পড়ার নোট সংগ্রহ করতে পারেন। আপনি নিজে নিজে পড়ালেখা করে যোগ্যতা অর্জন করতে না পারলে বিভিন্ন কোচিং সেন্টারে প্রয়োজনীয় কোর্স করে নিতে পারেন। আর সময় নষ্ট করবেন কেন? শুরু করে দিন অধ্যয়ন ও অনুশীলন। মনে রাখবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকে মাসে ৫০ লক্ষ টাকার অধিক আয় করেন। মাসে ২০- ৩০ হাজার টাকা আয় করা খুবই সহজ। সাহস ও আস্থা নিয়ে এগিয়ে যান। আপনি সফল হবেনই।