অালমগীর হোসেন অাবীর
সিনেমা বা নাটকে
কবিতা ও গল্পে
কখনো নিজের লেখায়
ভালবাসা শব্দটা আসলেইএকটি নিষ্পাপ মুখ
তার নিশব্দ হাসি
চুপি চুপি কথাবলা
কৃত্রিম গাম্ভীর্য নিয়ে
বিরক্ত চোখের দৃশ্য ভেসে আসে
তোমাকে না দেখা অনেক দিনের তৃষ্ঞার্ত চোখে
কিছুক্ষণ ভাবনার সমুদ্রে ডুবে যাই
জলচরের মত তোমাকে নিয়ে ছুটে বেড়াই অতল সমুদ্রে
আবার দূরে সরে আসি সত্য
বুকের অজানা ব্যথাটা সরাতে পারি না
শত চেষ্টা করেও মায়াজালের কারাগার ভেঙে বেরিয়ে আসতে পারি না।
সিনেমা বা নাটকে
কবিতা ও গল্পে
কখনো নিজের লেখায়
ভালবাসা শব্দটা আসলেইএকটি নিষ্পাপ মুখ
তার নিশব্দ হাসি
চুপি চুপি কথাবলা
কৃত্রিম গাম্ভীর্য নিয়ে
বিরক্ত চোখের দৃশ্য ভেসে আসে
তোমাকে না দেখা অনেক দিনের তৃষ্ঞার্ত চোখে
কিছুক্ষণ ভাবনার সমুদ্রে ডুবে যাই
জলচরের মত তোমাকে নিয়ে ছুটে বেড়াই অতল সমুদ্রে
আবার দূরে সরে আসি সত্য
বুকের অজানা ব্যথাটা সরাতে পারি না
শত চেষ্টা করেও মায়াজালের কারাগার ভেঙে বেরিয়ে আসতে পারি না।