বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সদর অাসনের এমপি ও বরিশাল মহানগর অাওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন হিরণ বরিশাল মুসলিম কবরস্থানে তার মায়ের কবরের পাশে চিরন্দ্রায় শায়িত হলেন।
অাজ দুপুরে শেষে বঙ্গবন্ধু উদ্যানে তার দ্বিতীয় নামাযে জানাযায় সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। সেখানে উপিস্থত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বরিশাল জেলা অওয়ামীলীগের সভাপতি ও সাংসদ অাবুল হাসানত অাবদুল্লাহ,অাওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, শিল্পমন্ত্রী অামির হোসেন অামু,বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন , কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাংসদ রুহুল অামিন হাওলাদার।
অাজ দুপুরে শেষে বঙ্গবন্ধু উদ্যানে তার দ্বিতীয় নামাযে জানাযায় সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। সেখানে উপিস্থত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বরিশাল জেলা অওয়ামীলীগের সভাপতি ও সাংসদ অাবুল হাসানত অাবদুল্লাহ,অাওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, শিল্পমন্ত্রী অামির হোসেন অামু,বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন , কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাংসদ রুহুল অামিন হাওলাদার।
এর অাগে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনে। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র অাহসান হাবীব কামাল ও সকল কাউন্সিলররা।
তার অাগে সকাল প্রায় ১১ টার সময় তার মরদেহ বরিশাল অাওয়ামীলীগ কার্যালয়ে অানা হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।