বুধবার রাতে বোয়ালিয়া বাজারে অগুন লেগে প্রায় ৬0 টি দোকান পুরে ছাই। রাত প্রায় এক টার সময় অাগুেনের সূত্রপাত হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বরিশাল থেকে বোয়ালিয়া বাজার প্রায় ১৫ কি.মি. দূরত্বে অবস্থিত হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা অাসতে প্রায় রাত দুইটা বাজে। ততক্ষণে অাগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তারপর ফায়ার সার্ভিস কর্মীদের ও এলাকাবাসীর অক্লান্ত পচেষ্টায় রাত প্রায় তিনটার দিকে অাগুন নিয়ন্ত্রনে অাসে। এতে কয়েকজন দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবক অাহত হন। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়। সট সার্কিট থেকে অাগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLSTRlks_83Rc08q6XF0Mmnj50PniKZUKsCYIzlJz6ueyiKAY_2ggUQGYdbij7C_RMgJ10q_iXmUGt-avgQyRB_9tTpjD2-mCHtne4ZYw5pHTcUt9XoRWChDbw3wTOfg2MNbCNILAoDDI/s1600/fire+image.jpg)