টি ২০ বিশ্বকাপ প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিন্তানকে নয় উইকেটি হারিয়েছে।
জয় দিয়েই টি ২০ বিশ্বকাপ ২ ০১৪ শুরু করল টাইগাররা। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক। ১৭.১ ওভারে মাত্র ৭২ রানে আফগানিস্তানকে অল আউট করেই বিজয়কে সহজ ও হাতের কাছে এনে দেয় বাংলাদেশ দলের বোলারা। মাত্র বার ওভার খেলে ১ উইকেট হারিযে সহজ জয় পায় টাইগাররা।