পশ্চিম রুনসী ও রাজাপুর সংযোগ পুলের নির্মাণ কাজ শুরু, স্বপ্ন পূরন হয়েছে রাজাপুর কাঠালিয়ার কয়েক হাজার মানুষের


অবদার খালের উপর নির্মিতব্য পশ্চিম রুনসী ও রাজাপুর মো্ল্লা বাড়ি সংযোগ পুলের নির্মাণ কাজের উদ্বোধন করেন বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।  আজ সকাল নয় টায় মিলাদ ও দোয়া পাঠের মাধমে নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।


বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপর ও কাঠালিয়া দুটি বৃহৎ গ্রাম। এখানের কয়েক হাজার আধিবাসি প্রতিদিন রাজাপুর মো্ল্লা বড়ির উপর দিয়ে অবদার খালের উপর নির্মিত ভগ্নগ্রায় বাসের চারের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ দীর্ঘদিন ধরে উপজেলা শহরে যাতায়াত করেন। প্রায়ই শিশু বৃদ্ধ ও রোগী বাশের চার (সাঁকো) পাড় হয়ত গিয়ে খালে পড়ে আহত হন।
এই পথেই যাওয়া আসা করেন রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা। উপজেলা শহরের স্কুল, কলেজ ও মাদ্রায় পড়ুয়া অসংখ্য ছেলে মেয়ে প্রতিদিন পায়ে হেঁটে এই পথ দিয়ে যাতায়াত করে। এখানে পুল নির্মিত হলে বাকেরগঞ্জ উপজেলা শহরে যাতায়াত সহজ হচ্চে কয়েক হাজার মানুষের। গ্রামের নারী, শিশু, যুবক , বৃদ্ধ সবার মনে স্বপ্ন পূরণের আনন্দ বিরাজ করছো। বৃদ্ধ মোক্তার মোল্লা খুশিতে হাসি মুখে বলেন, এডা মেয়রের জন্য অইছে। তিনি আরও বলেন, একটা মহল এই জায়গায় না হওয়ার জন্য জোর তদবির করেছেন। কিন্তু মেয়রের একান্ত প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি।। অন্য একজন বৃদ্ধ ইসমাঈল মোল্লা বলেন, মোরা পৌরসভার বাইরে। মোগো পুলের ব্যবস্থা করে দিচ্ছে মেয়র সাইবে্। আল্লা তারে আরও বড় বানাউক এই দোয়া করি। 
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মোল্লা, কবি, ব্লগার, কথাসাহিত্যিক, ওয়েব ডিজাইনার  ডেভেলপার  আলমগীর হোসেন আবীর ও ঠিকাদার মো: ফিরোজ