পাকিস্তান ফাইনালে, কাঁদাল কোটি কোটি টাইগার ভক্তদের

আফ্রিদির কাছে হেরে গেল টাইগাররা । আফ্রিদির  মাত্র ২৫ বলে ৭ টি ছয় ও দুটি চার মেরে ৫৯ রানের ঝড়ো ইনিংসই কাঁদাল টাইগারদের ও লক্ষ লক্ষ টাইগার ভক্তদের।

আবার যেন ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল দেখল বিশ্ব। এক শ্বাসরুদ্ধকর টানটা উত্তেজনার ম্যাচ। বাংলাদেশ ৫০ ওভারে করে ৩২৬/৩ এবং পাকিস্তান  ৪৯.৫ ওভারে ৩২৭/৭।