পড়ালেখা, অফিস অথবা ব্যবসায়ের কাজে এতই ব্যস্ত যে জীবনটা অনেক সময় অর্থহীন মনে হয়। অথবা পারিবারিক কলহ, বন্ধু বান্ধবীর সাথে ঝগড়া করে মন খারাপ। হাতে অনেক কাজ। অথবা পরীক্ষা সামনে । অনেক পড়ালেখা। বেড়ানোর সময় কোথায়? এর মধ্যেই সময় বের করে নিন।
![]() |
ছবি: আমাদের বাকেরগঞ্জ |
সপরিবারে অথবা বন্ধুবান্ধব নিয়ে একদিন বেড়িয়ে আসুন। মন সজীব হবে। আপনার কর্মক্ষমাতা বাড়বে। পড়া মনে রাখার স্মরণশক্তি বাড়বে।
কাজের একঘেয়েমি অথবা মনের না বলা দু:খ, ম্লানিমা দূর করে মনকে সজীব ও আনন্দপূর্ণ করতে ঘুরে আসুন সাহেবগঞ্জ বেরিবাঁধ। বাড়ির কাছে এমন সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেড়ানোর জায়গা রয়েছে তা অনেকেই হয়তো জানেন না। অনেকে জেনেও হয়তো কখনো ঘুরে আসেননি। বাঁধের পাশে বড় বড় রেইন্ট্রি গাছের ছাঁয়ায় বসে নদীর হৃদয় কারা দৃশ্য দেখার এমন সৌভাগ্য পৃথিবীর অনেক দেশের মানুষেরই নেই।
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অনেক অটো পাবেন। সাহেগঞ্জ খেয়াঘাট/বেরিবাঁধ পর্যন্ত একজন ভাড়া ১০ টাকা নিবে। আর রিজার্ভ নিলে সর্বোচ্চ ৫০ টাকা নিবে।
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অনেক অটো পাবেন। সাহেগঞ্জ খেয়াঘাট/বেরিবাঁধ পর্যন্ত একজন ভাড়া ১০ টাকা নিবে। আর রিজার্ভ নিলে সর্বোচ্চ ৫০ টাকা নিবে।