ঈদের ছুটি শেষে তিন বোন ফিরছিলেন ঢাকায়। যাত্রার সময়টুকুকে অানন্দে কাঠাতে নাম দিয়েছিলেন ভ্রমণ। মাদাদিরপুর শিবচরের বাড়ি থেকে কাওড়াকান্দি লঞ্চঘাটে ভ্যানগাড়িতে অাসার পথে তিন বোনের এক বোন একত্রে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ' On the Way Sister Journey' নামে। কে জানত এই তাদের জীবনের শেষ স্মৃতি, শেষ হাসি, শেষ ভ্রমণ, শেষ তিন ভগ্নির মিলন। গত সোমবার বেলা এগারটার সময় কাওড়াকান্দি থেকে মাওয়া মাওয়া যাওয়ার পথে ২৫০ জনের অধিক যাত্রী নিয়ে পদ্মার মাঝে ডুবে যায় এমএল পিনাক-৬ লঞ্চটি। ওই লঞ্চেই যাত্রী ছিল তিন বোন নৌ পরিবহন মন্ত্রীর শাহজাহান খানের ভাগ্নী। এই ছবিটিই শুধু এখন তাদের স্বজনদের স্বান্ত্বনার স্মৃতি। তিন বোনের মধ্যে হীরা রাজধানীর সিকদার মেডিকেল কলেজের ছাত্রী। ছোট বোন ফাতেমা তুজ জোহরা নগরীর রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রী। এবং তাদের খালাত বোন স্বর্ণা চীনের জইনজু ইউনিভার্সিটির এমবিএর ছাত্রী।