সোহানা কি জানত ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস ই সত্য হবে?

সোহানার ফেসবুক প্রোফাইল দেখতে ছবির উপর ক্লিক করুন।
নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হয়, আহত হয়েছে অন্তত ৪৫ জন।  বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এর মধ্যে ছিল সোহানা অাহম্মেদ। গত ৩ অাগস্ট সে প্রিয়জন অথবা নিকজনের সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেয়-

 'মেঘের উপর বাড়ি করব। যাতে কেউ অামাকে খুঁজে না পায়। অামাকে অশান্তিতে না রাখে। একা থাকবো। ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। মাত্র তিন দিনের মাথায় এ্যাকসিডেন্টে প্রাণ হারায় সে। সত্যিই সে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তাকে অার কেই খুঁজে পাবে না, কেউ অশান্তিতে রাখবে না।
সোহানার ফেসবুক প্রোফাইল দেখতে ছবির উপর ক্লিক করুন