একুশের বইমেলায় কবি সুমন দেবনাথ শ্রাবণের কবিতার বই 'অহর্নিশ কাঁদো'।

বাকেরগঞ্জের কৃতী সন্তান, বহুমুখী প্রতিভার অধিকারী কবি  সুমন দেবনাথ শ্রাবণের প্রথম কাব্য গ্রন্থ 'অহর্নিশ কাঁদো' প্রকািশত হয়েছে
২০১৭ অমর একুশে বইমেলায় ২য় মুদ্রণ পাওয়া যাচ্ছে ।  বইটি প্রথম প্রকাশিত হয় ১০১৬ সালের বইমেলায়।
সময় - সাহিত্য ম্যাগাজিন তার প্রথম কাব্য 'অহনিশ কাঁদো' প্রকাশিত হয় । এ কবিতার নাম অনুসারে বইেয়ের নামকরন করা হয়। বইটি প্রকাশ করে শুভ্র প্রকাশ ।  একুশে বই মেলার শুভ্র প্রকাশ এর  ৪৯৩ ও ৪৯৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।