অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ -তে অালমগীর হোসেন অাবীর এর দুটি বই।

বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্ম ও বেড়া ওঠা কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার অালমগীর হোসেন অাবীর এর দুটি বই বের হয়েছে।
একটি তার প্রথম গল্প সংকলন 'কিছু মেঘ কিছু রোদ্দুর' অপরটি ২০২৩ সালে প্রকাশি উপন্যাস হৃদয় ছুঁয়ে যায়'-এর ২য় মুদ্রণ। বইটি প্রকাশ করেছে সুলেখা প্রকাশনি। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নং ৩৯৫।


এর অাগে তার ২০০১ সালে প্রকাশিত উপন্যাস 'মুছবেনা কোনোদিন হৃদয়ে লেখা নাম' এবং ২০১৩ সালে প্রকাশিত উপন্যাস 'হৃদয় ছুঁয়ে যায়' পাঠক মহলে বেশ গ্রহণযোগ্যতা পায়। নয়টি জীবনধর্মী চমৎকার ছোটগল্প স্থান পেয়েছে 'কিছু মেঘ কিছু রোদ্দুর' গ্রন্থে । প্রতিটি গল্পই শুরু থেকে শেষ অবধি স্বছন্দে এগিয়েছে। গল্পের নির্মাণলৈলীতে বেশ নান্দনিকতা ও নিজস্বতা চোখে পড়ে। নির্মম বাস্তবতায় পিষ্ট হওয়া মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনের নতুন বাঁক, ছোটখাটো সুখ-দু:খের খন্ডচিত্র অত্যন্ত সহজভাষায় নিখুঁতভাবে চিত্রিত হয়েছে তার লেখায়। দীর্ঘ -অনুশীলনের মাধ্যমে কলমশিল্পী হিসেবে তিনি ইতোমধ্যে নিপুণতা অর্জন করেছেন স্বীয় যোগ্যতায়।
তার লেখিনতে ফুঁটে উঠেছে- কঠোর প্রচেষ্ট, অবিরাম সংগ্রামের পরে মধ্যবিত্তের দরজায় কিছুটা সাফল্য এসে ধরা দেয়, উপভোগ করার সুযোগ হয় কিছুটা-অার্থিক-স্বাচ্ছন্দের। কিন্তু কিছু অপ্রাপ্তি, না পাওয়ার অন্তক্ষরণ সে- সফলতার অানন্দটুকু করে দেয় ম্লান, বিবর্ণ ও অর্থহীন।
তিনি গল্পের চরিত্রে জীবনের সহজাত প্রেমকে এড়িয়ে যান নি সত্য, তবে সে-প্রেম দায়িত্বজ্ঞানহীন হয়ে শুধু নিজের চাওয়াটুকু চরিতার্থে গল্পের নায়ক বেপরোয়াভাবে অগ্রসর হয় নি, জীবনের রুঢ় বাস্তবতার চরম নিষ্ঠুরতার কাছে কখনো তাকে হতে হয়েছে পরাস্ত।

তিনি বরিশাল জেলার ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: জয়নাল মোল্লা ও মাতার নাম শাহিনুর বেগম।
তিনি নিজ গ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বাকেরগঞ্জ জে, এস, ইউ, হাইস্কুল থেকে ১৯৯৯ সালে এসএসসি এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি পাস করেন।এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ পাস করেন।